সালমান শাহকে চেনেন না আঁখি আলমগীর!
কণ্ঠশিল্পী আঁখি আলমগীরকে সালমান প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘সালমান শাহকে চিনি না’
সালমান শাহ (বাঁয়ে) এবং আঁখি আলমগীর/কোলাজ
এ প্রসঙ্গে জানতে চাইলে, আঁখি আলমগীর অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা আসলে সালমান শাহকে চিনি না। কারণ সে আমাদের বাসায় হলো ইমন। এখনো আমরা তাকে ইমন বলেই মনে করি। আমাদের যে কোনো গল্পে, স্মৃতিতে ইমনই ঘুরে ফিরে আসে।”
আঁখি আরও বলেন, “ইমনের মা নীলা আন্টি রাজনীতি করতেন। পাশাপাশি তিনি গানও গাইতেন। তো উনি আমার মায়ের লেখা একটা গান করেন বিটিভিতে। সেই গানের সূত্রে নীলা আন্টি আর আমার মায়ের সঙ্গে একটা পারিবারিক ভালো সম্পর্ক তৈরি হয়। সেভাবেই ইমনের সঙ্গে আমাদের পরিচয়।”
সালমান শাহের সঙ্গে আঁখি আলমগীরের সম্পর্ক নিয়ে আঁখি বলেন, “ইমন বয়সে আমার থেকে যথেষ্ট বড়। কিন্তু আমরা একে অপরকে নাম ধরে ডাকতাম। তুই তুই করতাম। আমরা ভাই-বোন সবগুলোই এভাবে তুই-তুই সম্পর্কে বাঁধা ছিলাম। ইমন আর ইমনের ছোটভাইও ছিলো আমাদের সার্কেলে। যেখানে বড়-ছোট বিষয় ছিলো না। সবাই সবাইকে তুই-তুই করতাম! আমার ছোট ভাইও ইমনকে তুই তুই করতো। ইমন ভাই বলতো না। সম্ভবত আমরা সবাই পাগল ছিলাম!”
আঁখি জানান, ইমনকে সালমান শাহ হিসেবে গড়ে তোলার প্রথম উদ্যোগটা নেন তার মা খোশনূর। আঁখির ভাষায়, “যেহেতু আমাদের পরিবার সিনেমা ও সংগীতের সঙ্গে সরাসরি জড়িত, সেজন্য ইমন বার বার আম্মুকে দেখলেই বলতো, আন্টি প্লিজ একটা কিছু করেন। আপনি চাইলে হবে। এরপর ওকে নিয়ে আম্মু সোহান আঙ্কেলের কাছে যান। তারপরের ইতিহাস তো সবারই জানান।”
আঁখি বলেন, ইমন তথা সালমান শাহ অসম্ভব ভালো মানুষ ছিলেন। তার ভাষায়, “হি ওয়াজ ভেরি সুইট পারসন। একেবারে তাজা প্রাণের একজন মানুষ ছিল। এজন্যই হয়তো আল্লাহ ওকে এতো দ্রুত নিয়ে যায়। সেটা আল্লাহই ভালো জানেন।”
0 মন্তব্যসমূহ