Hot Posts

6/recent/ticker-posts

নেইমার: সৌদি আরবের বিশ্বকাপ রোমাঞ্চকর হবে


নেইমার: সৌদি আরবের বিশ্বকাপ রোমাঞ্চকর হবে

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব

আল হিলালের জার্সিতে নেইমার/ফাইল ছবি/টুইটার

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এই বিশ্বকাপ রোমাঞ্চকর হবে বলে মনে করছেন আল হিলালের তারকা ফুটবলার নেইমার।

আল হিলালের শেয়ার করা ভিডিওতে নেইমার এই মন্তব্য করেন।


প্রচণ্ড গরমের চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২২ সালের বিশ্বকাপ হয়েছিল কাতারে। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে এবার সৌদি আরব ফুটবলের মহাযজ্ঞ আয়োজন করতে এরই মধ্যে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে ইতিবাচক মনোভাব জানালেন নেইমার।

২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার লড়াইয়ে সৌদি আরবের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারা সরে দাঁড়িয়েছে। তাতে করে এই বছরের শেষ দিকে ফিফার ২১১ সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আয়োজক নির্বাচিত হতে যাচ্ছে সৌদি আরব। ইতোমধ্যে ইউরোপিয়ান ফুটবলের তারকা-মহাতারকাদের নিয়ে নিজেদেরকে নতুন রুপে চিনিয়েছে দেশটির ক্লাবগুলো। তাদেরই একজন নেইমার। আল হিলালে খেলছেন তিনি।


২০২৩ সালের আগস্টে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দেওয়া নেইমারের মতে, ১০ বছর পরের আসর আয়োজনের সুযোগ দেশটির প্রাপ্য। আল হিলালের শেয়ার করা ভিডিওতে নেইমার বললেন, “সৌদি আরবে বিশ্বকাপ হলে খুশি হবো। আমি মনে করি এটা সবার জন্য খুবই রোমাঞ্চকর বিশ্বকাপ হবে।”

তিনি বলেছেন, “সারা বিশ্বের মানুষ সৌদি সংস্কৃতি, দেশ সম্পর্কে জানতে পারবে। সুতরাং এখানে সবার সঙ্গে থাকতে পারা হবে দারুণ অভিজ্ঞতা। এই সুযোগ তাদের প্রাপ্য।”


৪৮ দলের এই টুর্নামেন্ট ২০৩৪ সালের নভেম্বর-ডিসেম্বরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
https://bangla.dhakatribune.com/85596

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ