শিগগিরই আসছে আলোচিত সেই হরর ছবি নিয়ে নতুন ঘোষণা
![]() |
সোহম আরও জানান যে ‘তুমবাড়’ লোককাহিনিনির্ভর হরর ছবি। লোককথা ও কল্পনার সমন্বয়ে তৈরি হয়েছে এই সিনেমা।
![]() |
একই সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটির সিকুয়েলের কথাও। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি সোহম। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দেবে।
0 মন্তব্যসমূহ